ওয়েস্ট ইন্ডিজ সফরে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া: টেস্ট ও টি-টোয়েন্টিতে ৮-০ ব্যবধানে সিরিজ জয়
তিন ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোর পর, এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ৫-০ ব্যবধানে ক্লিন সুইপ করেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ ক্যারিবীয় সফরে গিয়ে সব মিলিয়ে ৮ ম্যাচেই জয় তুলে নিয়েছে অসিরা।
আজ মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে ৫-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তিন বা তার বেশি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া।
ম্যাচ শেষে অসি অধিনায়ক মিচেল মার্শ বলেন, “সিরিজ শুরুর সময় আমি ৫-০ জয়ের প্রত্যাশা করিনি। তবে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। চতুর্থ ম্যাচের পর আমরা আলোচনা করেছিলাম, এর আগে কোনো অস্ট্রেলিয়ান দল ক্যারিবিয়ানে ক্লিন সুইপ করেনি।”
এই সিরিজে অস্ট্রেলিয়া সবগুলো ম্যাচেই রান তাড়া করে জয় পেয়েছে। এর মধ্যে দুটো ম্যাচে ২০০ রানেরও বেশি লক্ষ্য দিয়েও হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। অস্ট্রেলিয়ার পাওয়ার হিটিং ব্যাটিং এর সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা।
মার্শ বলেন, “এখন টি-টোয়েন্টি ফরম্যাটে সবাই আগ্রাসী ব্যাটিং করে। আমাদের পাওয়ার হিটিং এই ধারায় অব্যাহত থাকবে বলে আশা করছি।”
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, “আমরা কখনোই পুরো ২০ ওভারে সঠিক ব্যাটিং করতে পারিনি। কখনো শুরু ভালো, কিন্তু শেষ বাজে — অথবা উল্টোটা। এত ভালো দলের বিপক্ষে এভাবে পার পাওয়া যায় না। আমরা বল হাতে সুযোগই তৈরি করতে পারিনি।”
সব ম্যাচে টস হারের দিকেও আক্ষেপ ছিল হোপের। তিনি বলেন, “রান তাড়া করা ক্যারিবিয়ান কন্ডিশনে সুবিধাজনক। কিন্তু আমরা কোনো টসই জিতিনি। তবে পাকিস্তান সিরিজের আগে আমাদের বোলিং ইউনিট কিছুটা হলেও পরিষ্কার পরিকল্পনা পেয়েছে।”
শেষ কথা: অস্ট্রেলিয়া প্রমাণ করেছে, তারা শুধু প্রতিপক্ষকে হারাতে নয়, সিরিজে আধিপত্য বজায় রাখতেই নামে। এই সিরিজ জয়ের মধ্য দিয়ে তারা ইতিহাস গড়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে।