ইংল্যান্ডের নারী দল ইউরো শিরোপা জিতল টাইব্রেকারে স্পেনকে হারিয়ে
দুই বছর আগে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে হতাশ হয়েছিল ইংল্যান্ড। এবার সেই কষ্টের মধুর প্রতিশোধ নিয়েছে তারা ইউরো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ।
সুইজারল্যান্ডের বাসেলে রোববার অনুষ্ঠিত ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে স্পেনকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইউরোপের সেরা হলো ইংলিশ লায়নেসরা।
এটি ইংল্যান্ড মেয়েদের টানা দ্বিতীয় ইউরো জয়। এর আগে শুধু জার্মানি ১৯৯৫ থেকে ২০১৩ পর্যন্ত টানা ছয়বার ইউরো জিতেছিল।
ফাইনালে প্রথমে এগিয়ে যায় স্পেন। ২৫ মিনিটে ওনা ব্যাটলের ক্রস থেকে হেডে গোল করেন মারিওনা কালদেন্তে। বিরতির আগ পর্যন্ত স্পেন বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল — ২২টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল অন টার্গেট।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ক্লোয়ি কেলি এবং তিনিই মোড় ঘুরিয়ে দেন ম্যাচের। তার পাস থেকে হেডে গোল করে সমতা ফেরান অ্যালেসিয়া রুসো।
অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্পেন প্রথম চার শটের তিনটিই মিস করে। ইংল্যান্ড প্রথম চারটির মধ্যে দুটি স্কোর করে। আর শেষ শটটি জালে পাঠিয়ে শিরোপা নিশ্চিত করেন কেলি।
এই জয়ে বড় অবদান ইংল্যান্ডের ডাচ কোচ সারিনা ভাইগমানের। তিনি ২০১৭ সালে নেদারল্যান্ডসের কোচ হিসেবে ইউরো জিতেছিলেন, এরপর ২০২২ ও ২০২৫ সালে ইংল্যান্ডকে নিয়ে ইউরো জয় করলেন।
ম্যাচ শেষে ভাইগমান বলেন, “পরিস্থিতি যেমনই হোক, আমরা জিতব — এই বিশ্বাসটা ছিল। আজ আমরা সেটাই প্রমাণ করেছি। আমি দারুণ গর্বিত আমার দল নিয়ে।।
আরও পড়ুন
- বার্সেলোনার জাপান মিশনে দারুণ জয়, বার্দগি ও পেদ্রোর নজরকাড়া পারফরম্যান্স"
- liverpool vs milan- Liverpool's pre-season tour gets off to losing start as Rafael Leao runs riot for AC Milan in Hong Kong
- Inter Miami 0-0 Cincinnati: A late header by Robinson was disallowed, resulting in the visitors losing their position at the top of the Eastern Conference.