বসুন্ধরা কিংসে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস, এএফসি অভিযান শুরু

বসুন্ধরা কিংস কোচ সার্জিও ফারিয়াস

বসুন্ধরা কিংসে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস, এএফসি অভিযান শুরু

নতুন মৌসুমে নতুন প্রত্যাশা নিয়ে বসুন্ধরা কিংস তাদের কোচিং স্টাফে এনেছে বড়সড় চমক। বাংলাদেশের সফল ক্লাবটি এবার প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ ব্রাজিলিয়ান tactician সার্জিও ফারিয়াসকে। সব কিছু ঠিক থাকলে এএফসি চ্যালেঞ্জ লিগ দিয়ে ফারিয়াস শুরু করবেন কিংসের ডাগআউটে নিজের নতুন যাত্রা।

৫৮ বছর বয়সী এই কোচ ইতোমধ্যে বিশ্বজুড়ে ১১টি ক্লাবের কোচিং দায়িত্ব পালন করেছেন। এমনকি ব্রাজিল অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ২০০১ সালে দলকে এনে দেন সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা।

এশিয়ায় কোচ হিসেবে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। সবশেষ তিনি ছিলেন কুয়েতের কাজমা এসসি-তে। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য এসেছিল দক্ষিণ কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্স এর হয়ে। ২০০৭ সালে K লিগ জয়ের পর, ২০০৯ সালে পোহাংকে জিতিয়ে ছিলেন AFC Champions League এর ট্রফি — এশিয়ার সবচেয়ে মর্যাদাসম্পন্ন ক্লাব শিরোপা।

বসুন্ধরা কিংস যে এএফসি টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স উন্নত করতে চায়, সেটাই বোঝা যাচ্ছে এই নিয়োগ থেকে। ঘরোয়া লিগে নিয়মিত সাফল্য পেলেও আন্তর্জাতিক মঞ্চে এখনও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেনি কিংস। গেল মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপাও হারাতে হয়েছিল মোহামেডানের কাছে। সেই ব্যর্থতায় বিদায় জানানো হয় আগের কোচ ভ্যালেরি তিতাকে।

তিতাও অভিজ্ঞ কোচ ছিলেন, তবে সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। এবার সেই গুরু দায়িত্ব পড়েছে সার্জিও ফারিয়াসের কাঁধে। তার অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস হয়তো কিংসকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।

Post a Comment

Previous Post Next Post