কোপা আমেরিকার ফাইনাল স্বপ্নভঙ্গ: টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া নারী দল
গত বছর পুরুষদের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। আজ সেই কলম্বিয়ার বিপক্ষে নারীদের সেমিফাইনালে মাঠে নামে আর্জেন্টিনা নারী দল। সুযোগ ছিল ছেলেদের মতো ফাইনালে ওঠার, কিন্তু এবার ভাগ্য সঙ্গ দেয়নি।
বাংলাদেশ সময় আজ সকালে ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত সেমিফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। পরে টাইব্রেকারে ৫–৪ গোলে জয় পায় কলম্বিয়া নারী দল। এই জয়ে তারা নিশ্চিত করে কোপা আমেরিকার ফাইনাল ও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার ওপর চাপ তৈরি করে কলম্বিয়া। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও নির্ধারিত সময়ে গোল আদায় করতে পারেনি তারা। পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচ শটে দুই দলই চারটি করে গোল করে। তবে ছয় নম্বর শটে কলম্বিয়ার ওয়েন্ডি বনিলা গোল করলেও ব্যর্থ হন আর্জেন্টিনার ইলিয়েনা স্টিবেলে।
এই হারে বিদায় নেয় আর্জেন্টিনা নারী দল। ফলে সমর্থকদের বহু প্রতীক্ষিত ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফাইনাল আর দেখা হলো না। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিল ও উরুগুয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ আগস্ট, রোববার।
উল্লেখ্য, এটি মেয়েদের কোপা আমেরিকার ১০ম আসর। এর আগে ৯টি আসরের মধ্যে ৮ বার শিরোপা জিতেছে ব্রাজিল। কেবল ২০০৬ সালে ঘরের মাঠে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
শেষ কথা: কলম্বিয়া নারী দলের এই জয় শুধু ফাইনালের টিকিটই নয়, অলিম্পিকেও নতুন স্বপ্ন দেখাচ্ছে তাদের। আর্জেন্টিনা বিদায় নিলেও নারী ফুটবলের উত্তেজনা এখন আরও তুঙ্গে।